ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

জেনারেল আজিজের দুর্নীতির অনুসন্ধানে দুদক

আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০২:২৫:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০২:২৫:১০ অপরাহ্ন
জেনারেল আজিজের দুর্নীতির অনুসন্ধানে দুদক
সাবেক সেনা প্রধান জেনালে আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধানের সিন্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুদকের একটি সূত্র দ্য সাউথ এশিয়ান টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন।

গত ২০ মে এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বলা হয়, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ