ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, নিশ্চুপ ছিলেন মামুন

আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০১:২৯:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০১:২৯:৩৩ অপরাহ্ন
নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, নিশ্চুপ ছিলেন মামুন
নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক। ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) হত্যা মামলায় রিমান্ড শুনানিতে হাজির হওয়ার পর তিনি এ দাবি করেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টা নাগাদ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয়।
 
এ সময় শহীদুল হক বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। 

অন্যদিকে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় রিমান্ড শুনানিতে এসে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। 

এরআগে, রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে। সেনানিবাসে ছিলেন আব্দুল্লাহ আল মামুন। 

রিমান্ড আদেশ শেষে সকাল ৭টা ৫০ মিনিটে ডিবির একটি গাড়িতে সাবেক দুই আইজিপিকে সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হয়। অপর পুলিশ কর্মকর্তা কাফিকে প্রিজনভ্যানে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ