ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অপারেশন শুরু বুধবার রাত থেকে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ০৩:০৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ০৩:০৯:৫১ অপরাহ্ন
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অপারেশন শুরু বুধবার রাত থেকে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্গলবার রাতে। বুধবার রাত ১২টার পর থেকে অস্ত্র উদ্ধার কাজ শুরু করবে যৌথ বাহিনী। এসময় মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে।

মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা কিছু কিছু পদক্ষেপও নেবো।

তিনি বলেন, আপনারা জানেন আজকে কিন্তু অবৈধ ও বৈধ সব অস্ত্র জমা দেয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। ‌আশা করছি, পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবে না।

উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা। মাদক আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্যও কাজ করছি।

তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিতে আলোচনা হয়েছে। আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা অনগ্রাউন্ড দেখতে পাবেন।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারাদেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সে সংখ্যাটাও খুবই নগণ্য। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা এলো।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ