ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সায়েমা হক বিদিশা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:৪১:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:৪১:৫৪ পূর্বাহ্ন
ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সায়েমা হক বিদিশা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. সায়েমা হক বিদিশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হলো।

তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন এ উপ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য চাইলে প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত ২৬ আগস্ট ঢাবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সায়েমা হক বিদিশা- এমন তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেসময় খোঁজ নিয়ে জানা যায়, তাকে নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতি ও আচার্য অনুমোদন দিয়েছেন। এরপরও প্রজ্ঞাপন না হওয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়।

এর মধ্যেই আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুই উপ-উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচিও করেন শিক্ষার্থীরা। দুপুরে মানববন্ধনের পর বিকেলে প্রজ্ঞাপন জারি করা হলো।

এদিকে, উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন- এমন গুঞ্জন ছড়ানোর পর ২৬ আগস্ট অধ্যাপক সায়েমা হক বিদিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেদিন জানিয়েছিলেন, মৌখিকভাবে তাকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে নিশ্চিত নন। অবশেষে প্রায় এক সপ্তাহ পর তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলো মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ