ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সাবেক প্রেমিক শিল্পী হতে দেননি জোলিকে

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন
সাবেক প্রেমিক শিল্পী হতে দেননি জোলিকে
নতুন সিনেমা ‘মারিয়া’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। প্রদর্শনীর পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। উৎসবের গালিচা থেকে ছবির অভিনেত্রী জানালেন, একসময় গানও গাইতেন তিনি। তবে সাবেক প্রেমিক তাকে নিরুৎসাহিত করতেন।

ভেসিন উৎসবের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় দুলাইন গানও গেয়ে শুনিয়েছেন তিনি। সেটা আবার ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী! ‘মারিয়া’ সিনেমাটি খ্যাতিমান অপেরাশিল্পী মারিয়া ক্যালাসের জীবনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে মারিয়া চরিত্রে অভিনয় করেছেন জোলি। ছবিতেও তাকে গাইতে দেখা গেছে।

সিনেমায় জোলির গান গাওয়ার ঘটনা জেনে ওই সাংবাদিক জানতে চান, তিনি কি সত্যিই গান গাইতে পারেন? জবাবে জোলি জানান, নিশ্চয়ই। তিনি অনেক আগে থেকেই গান গাইতেন। তিনি একজন সৌখিন কণ্ঠশিল্পী ছিলেন। কিন্তু একদিন সাবেক প্রেমিক তার গান শুনে উপহাস করেছিলেন। এতে মন খারাপ করে গান গাওয়া ছেড়ে দেন জোলি। বহু বছর পর এই সিনেমার জন্য গান গেয়েছেন।

গত ২৮ আগস্ট ইতালির ভেনিসে শুরু হয়েছে ‘ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বিশ্বব্যাপি আলোচিত এ উৎসব শতবর্ষ পূর্ণ করল। যদিও নানা কারণে কয়েকবার অনুষ্ঠিত হয়নি এটি। ১৯২৪ সালে শুরু হওয়া উৎসবটির এ বছর ৮১তম আসর। ইউরোপের অন্যতম প্রাচীন এ চলচ্চিত্র উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ব চলচ্চিপ্রেমীদের দৃষ্টি এখন এ উৎসবের দিকে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জোলির সিনেমা ‘মারিয়া’।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ