ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানায় পাওয়া গেলো খুলি-হাড়

আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০২:১৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০২:১৮:২৯ অপরাহ্ন
পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানায় পাওয়া গেলো খুলি-হাড়
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ারর্স কারখানার ৬ তলা থেকে মাথার খুলি ও হাড়ের টুকরো পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে গণশুনানি শেষে ওই ৬ তলা কারখানার উপরের ফ্লোর থেকে মাথার খুলি ও হাড়ের টুকরোগুলো উদ্ধার করে নিখোঁজের স্বজনেরা। পরে সেগুলো পুলিশের কাছে দেয়া হয়।
 
কারখানার প্রধান ফটকে গণশুনানী শেষে নিখোঁজেদের সন্ধানের দাবিতে স্বজনেরা পাশে ঢাকা-সিলেট মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ করে। পরে তদন্ত কমিটির প্রধান হামিদুর রহমান সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় তাদের বুঝিয়ে সড়ক থেকে কারখানায় নিয়ে আসে। তখন নিখোঁজের স্বজনেরা শর্ত দেন তাদের আগুনে পুরে যাওয়া ভবনে সামনে যেতে দিতে হবে।
 
পরে নিখোঁজের স্বজনদের ওই ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এসময় সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের বাধা উপেক্ষা করে কয়েকজন যুবক আগুনে পোড়া ঝুঁকিপূর্ণ ভবনটি উঠে পড়ে এবং একটি মাথার খুলি ও হাড়ের কিছু অংশ উদ্ধার করে এনে পুলিশকে দেখান।
 
এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল কারখানাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ রেখেছে।
 
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহামুদুল হক জানিয়েছেন, বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় এখন উদ্ধার অভিযান চালান সম্ভব হচ্ছে না। কারখানা মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভবনটি ভেঙে অপসারণ করার সিদ্ধান্ত হলে তখন ফায়ার সার্ভিস অভিযান চালাবে।
 
এদিকে, গণশুনানিতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭৮ জনের তালিকা করেছে জেলা প্রশাসনের ৮ সদস্যের তদন্ত কমিটি।
 
গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর গত সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
 
এই ঘটনায় স্বজনদের দাবি অনুযায়ী ১৭৪ জন নিখোঁজের তালিকা করে ফায়ার সার্ভিস। পরে নিখোঁজের তালিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে শিক্ষার্থীরা ফের নতুন করে ১২১ জনের তালিকা করেন। গণশুনানিতে নিখোঁজ ৭৮ জনের নামের তালিকা করেন তদন্ত কমিটি।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ