ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রুয়েট উপাচার্যের পদত্যাগ

আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৩:৩৮:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৩:৩৮:৫৬ অপরাহ্ন
রুয়েট উপাচার্যের পদত্যাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্র্রপতি বরাবরে পাঠানো পত্রে তিনি পদত্যাগের কারণ পারিবারিক বলে উল্লেখ করেছেন।

রোববার (১ সেপ্টেম্বর) উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

তিনি বলেন, উপাচার্য পারিবারিক কারণ দেখিয়ে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাকে পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, রুয়েট এখন উপাচার্য শূন্য। ডিনদের মধ্যে সিনিয়র কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট রুয়েটের আবাসিক হলসমূহ খুলেছে এবং ২৪ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে গতবছরের ১৩ আগস্ট রুয়েটের উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছিল শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ