ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার : পরীমণি

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১১:৫৯:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১১:৫৯:১১ পূর্বাহ্ন
মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার : পরীমণি
ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ব্যস্ততা এখন শুধু তার সন্তানদের নিয়েই। কিছুদিন আগে মেয়ের ঝলক প্রকাশ্যে এনে অনুরাগীদের তাক লাগিয়ে দেন। তাছাড়া দিন গেলেই ছেলের সঙ্গে কাটানো আদুরে মুহূর্ত ভক্তদের মাঝেই ভাগ করে নিতে ভোলেন না এই নায়িকা। সামাজিক মাধ্যমের পাতা ওল্টালেই দেখা যায় পরীমণি ও ছেলে পূণ্যর হাসিমাখা মুখ।

পরীমণি যেখানেই যান না কেন, ছেলেকে বাসায় ফেলে এক পা ও নড়েন না নায়িকা। বলা যায়, কোলে নিয়েই ঘুরে বেড়ান। তাতে পরীমণির শারীরিক অবস্থা যেমনই থাকুক না কেন। সম্প্রতি কয়েক বেলার জন্য হাসপাতালে ছিলেন অভিনেত্রী। ভার্টিগো অর্থাৎ মাথাব্যথার মত সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন পরী। চেকাপ বা ট্রিটমেন্টের জন্যে হয়ত এখনও হাসপাতালে দৌড়াতে হয় পরীকে, সে সময় সঙ্গে থাকে তার ছোট্ট পূণ্য।

সামাজিক মাধ্যমে শেয়ার করা পরীর একটি ভিডিওতে দেখা যায়, পরীমণির হাতে সুচ ফোটাচ্ছেন কর্তব্যরত এক ডাক্তার। তার পাশেই এক টিমমেটের কোলে দেখা যায় পুণ্যকে। মায়ের ট্রিটমেন্ট মনোযোগ দিয়ে দেখছে। চোখ সরছিলই না একটুর জন্য। মা পরীর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে পূণ্য।

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ