ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১১:৫৭:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১১:৫৭:২৬ পূর্বাহ্ন
৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
টেস্টের প্রথম দিন বৃষ্টির দাপট, দ্বিতীয় দিন পাকিস্তানি ব্যাটারদের ওপর চড়ি ঘোরালেন বাংলাদেশের বোলাররা। সেই মোমেন্টাম ধরে রেখে তৃতীয় দিনের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্বটা ছিল টাইগার ব্যাটারদের ওপর। আগেরদিন শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ১০ রান। আজ তার সঙ্গে কেবল ৪ রান যোগ হতেই ফিরলেন ওপেনার জাকির হাসান। আগে একবার লাইফ পেলেও সেটি তিনি কাজে লাগাতে পারলেন না।

এরপর যখন নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতের কথা, তখন আরেক ওপেনার সাদমান ইসলামও ফিরলেন পেছন দিয়ে স্টাম্প হারিয়ে। দুজনকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই বোল্ড টাইগার অধিনায়ক শান্তও। তিনজনই উইকেট দিয়েছেন পাক পেসার খুররম শেহজাদকে।

বিপর্যয়ের আরও বাকি, চার নম্বরে নামা মুমিনুল হক কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ দিয়েছেন মির হামজার বলে। ফুল লেংথে ফেলা সেই ডেলিভারিতে ফ্লিক শট খেলতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু মিড অনে সেটি ধরা পড়েছে মোহাম্মদ আলির হাতে। মুমিনুল ফিরলেন মাত্র ১ রানে। এ নিয়ে ১৪-২০ রানের ভেতরই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ