স্টুডেন্ট ভিসায় ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে ১৬ লাখ টাকা
ছবি সংগৃহীত
জার্মানিতে স্টুডেন্ট ভিসায় ব্লকড অ্যাকাউন্টে জমার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সাধারণত জার্মানিতে স্টুডেন্ট ভিসা পেতে দেশটির একটি ব্যাংক অ্যাকাউন্টে কিছু পরিমাণ অর্থ জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে। সেটিই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্লকড অ্যাকাউন্টে পরিমাণ বেড়ে ১১ হাজার ৯০৪ ইউরো হতে যাচ্ছে (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ ৯৭ হাজার টাকা)। ২০২৩ সালের জানুয়ারিতে নির্ধারিত অ্যাকাউন্ট ছিল ১১ হাজার ২০৮ ইউরো (প্রায় ১৫ লাখ টাকা)।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স