ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

চ্যাম্পিয়নদের দেশে ফিরতে বিলম্ব

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন
চ্যাম্পিয়নদের দেশে ফিরতে বিলম্ব
দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আজ কাঠমান্ডু থেকে দেশে ফিরবে চ্যাম্পিয়নরা। বিমানের সুচি অনুযায়ী আজ দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌছানোর কথা বাংলাদেশ দলের। তবে সেই ফ্লাইট সূচি প্রায় আড়াই ঘন্টা পিছিয়ে এখন পৌনে পাঁচটায় পুনঃনির্ধারিত হয়েছে।


বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে দারুণ ফুটবল খেলে ৪-১ গোলে জয় তুলে নিয়েছে। ফাইনালে বাংলাদেশের ছেলেদের এত দাপুটে পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুতি গ্রহণ করছে। মিষ্টি, ফুল নিয়ে বিমানবন্দরে যাবেন ফেডারেশনের কর্তারা। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ফেডারেশনের শীর্ষ কর্তারা অনেকেই নিভৃতে। প্রকাশ্যে যারা রয়েছেন তাদের অনেকেই বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ