ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ইথিওপিয়ায় প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসের ঝুঁকিতে ৪ লাখ মানুষ

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১১:৫৬:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১১:৫৬:৫০ পূর্বাহ্ন
ইথিওপিয়ায় প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসের ঝুঁকিতে ৪ লাখ মানুষ
গত কয়েক দিন ধরে থেমে থেমে প্রবল বর্ষণের জেরে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা প্রদেশের উত্তরাঞ্চলে। এতে ঝুঁকিতে পড়েছেন প্রদেশটির অন্তত ৪ লাখ মানুষ।


আমহারার কমিশনার তেসফাও বাতাবেল স্থানীয় সংবাদমাধ্যম আমহারা টিভিকে জানিয়েছেন, ভারী বর্ষণের কারণে প্রদেশের অন্তত ৩২টি জেলা বন্যা-ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উত্তর গোন্দার, দক্ষিণ গোন্দার এবং ওয়াগ হেমরা জেলা।

তেসফাও বাতাবেল জানিয়েছেন, সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু করেছে আমহারা প্রশাসন। ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকার স্থানীয় প্রশাসনকেও প্রস্তত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

“কিন্তু যদি বন্যা-ভূমিধস শুরু হয়, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হবে, এই প্রস্তুতি দিয়ে তা সামাল দেওয়া যাবে কি না, তা নিয়ে আমরা নিশ্চিত নই,” সাংবাদিকদের বলেছেন তেসফাও।

গত মাসে ইথিওপিয়ার দক্ষিনাঞ্চলীয় গোফা প্রদেশে কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছিল। এসব ভূমিধসে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৬০ জন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন ১৫ হাজারেরও বেশি মানুষ।

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ