ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

উয়েফার বিশেষ সম্মান পাচ্ছেন রোনালদো

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১২:০২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১২:০২:২১ অপরাহ্ন
উয়েফার বিশেষ সম্মান পাচ্ছেন রোনালদো
চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলতে গেলে অনেকেই চেনেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। একটা সময় সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস এই প্রতিযোগিতার সবচেয়ে বেশি বিজয়ী ছিলেন তিনি। সেই কৃতিত্বের খাতা থেকে নাম বাদ গেলেও এখন পর্যন্ত মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবটা একান্তই রোনালদোর। এবার নিজেদের সেই কিংবদন্তিকে সম্মাননা দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।


ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ডই আছে রোনালদোর দখলে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তার অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা নিজেই। মোনাকোয় আগামীকাল বৃহস্পতিবার ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অসংখ্য তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল করার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ