ঢাবির উপাচার্য ও দুই উপ-উপাচার্য নিয়োগ নিয়ে যা জানা গেলো
ড. নিয়াজ আহমেদ খান (মাঝে), ড. সাইমা হক বিদিশা, ড. মোহাম্মদ ইসমাইল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ও দুই উপ-উপাচার্য পদে তিনজন অধ্যাপককে নিয়োগের তথ্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমও ‘বিশেষ সূত্রে’ এ তিনটি পদে নিয়োগের তথ্য প্রকাশ করেছে। তবে এ নিয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।
ফেসবুকে ছড়িয়েপড়া তথ্য ও গণমাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের সূত্র ব্যবহার করে যে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে, সেখানে উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নিয়োগ পাচ্ছেন বলে জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক।
তাছাড়া উপ-উপাচার্য পদে যে দুজন নিয়োগ পেতে যাচ্ছেন বলে প্রচার হয়েছে, তারা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।
বিষয়টি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তারা জানান, উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সাধারণত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়। এরপর রেজিস্ট্রার নিয়োগপ্রাপ্তদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কিন্তু এখন পর্যন্ত সেখানে (রেজিস্ট্রার দপ্তরে) কোনো নির্দেশনা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স