শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যেতেই উঠে দাঁড়ালেন নারী
নারীর শরীরের ওপর দিয়ে চলে গেল পণ্যবাহী ট্রেন। তারপরই উঠে দাঁড়ালেন ওই নারী। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। বান্ধবীর সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এমন সময় ওই পণ্যবাহী ট্রেনটি চলে আসে। ধীর গতিতে আসা পণ্যবাহী ট্রেনটি দুজনের কেউই দেখতে পাননি। যদিও দেখা মাত্র বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে যান। কিন্তু পারেননি ওই নারী। তিনি বুদ্ধি করে প্রাণ বাঁচাতে রেললাইনে শুয়ে পড়েন।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স