সড়কে শৃঙ্খলা ফেরানো ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
২৫-০৮-২০২৪ ১১:৩২:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৪ ১১:৩২:০৯ পূর্বাহ্ন
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন/ছবি সংগৃহীত
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৩৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সাইফুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন সমিতির শীর্ষ নেতারা। এতে গণপরিবহন খাতে নানা জটিলতা তৈরি হয়। তাই বাসমালিকদের ব্যবসা সংরক্ষণ, যাত্রীদের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সুশৃঙ্খল রাখার স্বার্থে গত ১৮ আগস্ট তলবি সভা আহ্বান করা হয়। এ সভায় একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, আগের কমিটির নেতারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিতে একক কর্তৃত্ব স্থাপন করেছিলেন। আমরা বাসমালিকদের এই সংগঠনকে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। সন্ত্রাস, বিশৃঙ্খলা, জুলুম, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করে আমরা এই পরিবহন সংগঠনকে সত্যিকার অর্থে যাত্রী ও শ্রমিকবান্ধব করতে চাই।
সাইফুল আলম আরও বলেন, ঢাকার তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে যানবাহন থেকে চাঁদাবাজি করা হতো। আমরা এটা বন্ধ করবো। আর টার্মিনাল ও বাস স্টপেজে যে টাকা উঠবে তা যেন সত্যিকার অর্থে বাসচালক ও শ্রমিকদের জন্য ব্যয় করা হয়, তা আমরা নিশ্চিত করবো। আমরা এই চাঁদা তোলার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করবো। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব পরিবহন মালিক বা চালক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার ব্যাপারে কমিটি কাজ করবে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স