ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নেপালে সড়ক দুর্ঘটনা : নিহত ভারতীয়র সংখ্যা বেড়ে ৪১

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ১২:০৮:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১২:০৮:৪২ অপরাহ্ন
নেপালে সড়ক দুর্ঘটনা : নিহত ভারতীয়র সংখ্যা বেড়ে ৪১
নেপালের তানাহুন জেলায় একটি ভারতীয় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ভারতীয় বাসটি থেকে এ পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের রাজ্য সরকারের মন্ত্রী গিরীশ মহাজন শুক্রবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।


গতকাল শুক্রবার নেপালের তানাহুন জেলার আইনাপাহারা এলাকার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায় একটি ভারতীয় বাস। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে রওনা হয়েছিল বাসটি।

বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের সবাই ভারতের নাগরিক এবং এবং অধিকাংশই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা।

শুক্রবারের সংবাদ সম্মেলনে গিরীশ মহাজন বলেন, “নদী থেকে এখন পর্যন্ত মোট ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নেপালের সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে জীবিতদের হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এ কারণে কেউ নিখোঁজ রয়েছেন কি না— এখনও নিশ্চিত নয়।”

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ