ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

এবার ভেঙে দেওয়া হলো সব প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২২-০৮-২০২৪ ১১:৪৬:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৪ ১১:৪৬:১০ পূর্বাহ্ন
এবার ভেঙে দেওয়া হলো সব প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ফাইল ছবি
দেশের সব বেসরকারি স্কুল কলেজের সভাপতিদের অপসারণের পর এবার ভেঙে দেওয়া হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। একই সঙ্গে এ কমিটি দ্রুত পুনর্গঠন করতে বলা হয়েছে।


বুধবার (২১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১১ সালে ৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫-এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।

এ অবস্থায় নীতিমালার অনুচ্ছেদ ২- এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে দেশের সব বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়। সেখানে প্রশাসক হিসেবে ইউএনও, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ