আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
২২-০৮-২০২৪ ১১:১৬:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৪ ১১:১৬:০২ পূর্বাহ্ন
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি আজ (বৃহস্পতিবার)।
রিটের শুনানি ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষণার রিটের সম্ভাব্য শুনানি-পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রিটের শুনানি পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সদস্য কর্তৃক হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স