চট্টগ্রামে লুট হওয়া আরও ৩ অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
২১-০৮-২০২৪ ১১:১৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৪ ১১:১৯:৫৮ পূর্বাহ্ন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ জানিয়েছে, ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এগুলো পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৭.৬২ মিমি চায়না রাইফেল, দুটি শটগান ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড অ্যামুনিশন।
এর আগে গত ১৩ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে হস্তান্তর করে র্যাব-৭।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল উল আলম জানান, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জাম উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।
সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই নাগরিকরা থানায় অস্ত্র জমা দিচ্ছেন। আশা করছি আগামী দিন কয়েকের মধ্যে সব অস্ত্রই জমা হয়ে যাবে। অনেকে না বুঝে অস্ত্র নিয়ে চলে গেছেন। এখন নিজেদের ভুল বুঝতে পেরে থানায় জমা দিয়ে যাচ্ছেন।’
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স