ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আন্দোলনে হতাহতদের পরিবারের সাহায্যে ফাউন্ডেশন গঠন করছে সরকার

আপলোড সময় : ২০-০৮-২০২৪ ০৮:০৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৪ ০৮:০৩:২৪ অপরাহ্ন
আন্দোলনে হতাহতদের পরিবারের সাহায্যে ফাউন্ডেশন গঠন করছে সরকার
ছাত্রদের নেতৃত্বে জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচার বিরোধী বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনটির প্রধান হবেন। ফাউন্ডেশনটিতে অন্তর্ভুক্ত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্রদের এবং জনগণের অবদানের কথা আমরা কখনো ভুলতে পারব না। যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে জীবন উৎসর্গ করেছে এবং যারা গুরুতরভাবে আহত হয়েছে। এটি আমার দায়িত্ব এবং আমাদের জাতীয় দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারের জন্য যা কিছু প্রয়োজন তা করব।’

সরকার প্রধান আরও বলেন, ‘তাদের চিকিৎসা ও পরিবারের প্রয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে নিবেদিত সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের নিয়োগ করা হবে।’

ড. ইউনূস খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সকল দেশবাসীকে সহযোগিতা করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ