ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা

আপলোড সময় : ২০-০৮-২০২৪ ০৫:০০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৪ ০৮:০৩:৩৩ অপরাহ্ন
এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা
এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে এ ঘোষণা দেন আন্ত বোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার।

তিনি বলেন, এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হলো। ফল কীভাবে প্রকাশ করা হবে তা পরে জানানো হবে। 

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনকরী শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার বেলা চারটার দিকে তারা সচিবালয়ে ভেতরে ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণায়ের ঢুকে পড়েন। এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

এসময় তারা  পরীক্ষা বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক নম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে পরীক্ষা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলন করেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় বাকি পরীক্ষা অর্ধেক নম্বারে নেওয়া ও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। 

সভা শেষে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  বলেন, আগে যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখন একই সময়ে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে।  তবে পরীক্ষার সময় পূর্ণ সময়েই থাকবে। এছাড়া ও পরীক্ষার সময় আরো ২ সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।  ফলে আগামী ১১ সেপ্টেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবেনা

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ