ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

এবার সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আপলোড সময় : ২০-০৮-২০২৪ ০৩:৫৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৪ ০৩:৫৩:৫১ অপরাহ্ন
এবার সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পালাবদলের পর থেকে প্রভাবশালী নেতা ও এমপি-মন্ত্রীদের একে একে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (২০ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্ত্রী এমা ক্লারা বাটন, দুই মেয়ে নীনা এমিলি ফাওজিয়া চৌধুরী ও হান্না শ্রেয়া এনী চৌধুরী মালেক ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে।

অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেই সঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ