অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে। দায়িত্ব পেয়ে আজ (সোমবার) প্রথম অফিস করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর প্রবাসী কল্যাণ উপদেষ্টা আজ সকাল পৌনে ১০টায় প্রথম অফিস করেন। প্রায় পৌনে এক ঘণ্টা অফিসে অবস্থান করেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতে মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের প্রধানসহ গুরত্বপূর্ণ উইংয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন উপদেষ্টা।
প্রসঙ্গত, সম্প্রতি আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor