বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে আটক নেতাকর্মীদের মুক্তির বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আমাদের যে বিজয় হয়েছে, সেটাকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা দলের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করব। সেই সঙ্গে শিগগিরই দলকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক কাজ শুরু করবো।
তিনি আরও বলেন, কিছু সংখ্যক লোক ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। দুষ্টু লোকগুলো অপচেষ্টা করে আমাদের দলের নেতাকর্মীদের ওপর চাপানো চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমাদের কোন নেতাকর্মী এই ধরণের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না।
বিএনপি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারের দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor