চলচ্চিত্র পুরস্কারে কীভাবে সেরা ছবি বাছাই হয়, জানালেন শুভ্রজিৎ
এ বছর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কেন্দ্রীয় জুরি মেম্বারদের মধ্যে একমাত্র বাঙালি ছিলেন ছবি নির্মাতা ও পরিচালক শুভ্রজিৎ মিত্র। আর সেই মঞ্চ থেকেই চলতি বছরে মোট ৬টি পুরস্কার এসেছে বাঙালিদের জন্যই। কেন্দ্রীয় জুরি হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, কীভাবে কাজ হয় এই সমস্ত মঞ্চে তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাতকার দেন শুভ্রজিৎ।
কীভাবে এই সুযোগ এসেছিল শুভ্রজিতের কাছে, তার উত্তরে পরিচালক বলেন, ‘আমার কাছে সরকারের পক্ষ থেকেই আবেদন এসেছিল কেন্দ্রীয় জুরি হিসেবে কাজ করার। প্রথমেই আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এই বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আমার কোনও ছবি রয়েছে কি না? তারপরে জানতে চাওয়া হয়েছিল, আমার এই সময়ে কোনও ছবির মুক্তি রয়েছে কি না? সেই সমস্ত দিক বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেন। সাধারণত জুরিরা দুই ভাগে ভাগ হন, একটি আঞ্চলিক ও একটি কেন্দ্রীয়। এবার আঞ্চলিক জুরিতে বাঙালিরা থাকলেও, কেন্দ্রীয় জুরির দলে আমিই একমাত্র বাঙালি ছিলাম।’
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স