ঢাকা, ১৫ আগস্ট: কোটা সংস্কার আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। রুলে আদালত জানতে চেয়েছেন, কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না এবং কেন নিহত শিশুদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে না।
বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার, এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলিতে নিহত শিশুদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। রিটে বিচার বিভাগীয় তদন্তেরও আহ্বান জানানো হয়, যা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে পরিচালিত হবে।
এই রুলের মাধ্যমে আদালত নিহত শিশুদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার পদক্ষেপ নিতে যাচ্ছে।