ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বেক্সিমকো ফার্মার গাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেলপার আটক

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ১২:৩৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ১২:৩৯:১৩ অপরাহ্ন
বেক্সিমকো ফার্মার গাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেলপার আটক ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ, ১৫ আগস্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্থানীয় শিক্ষার্থীরা।

 

বুধবার দুপুরে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানটির হেলপার সোহাগ (২১) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোহাগের বাড়ি নওগাঁ জেলার নূরপুর গ্রামে বলে জানা গেছে।

 

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানায়, তারা মহাসড়কের ভবেরচর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছিল। চট্টগ্রাম থেকে টঙ্গীগামী কাভার্ড ভ্যানটিকে থামার সংকেত দেওয়া হলে, চালক সেটি উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। এরপর আরও কয়েকজন ছাত্র রাস্তার মাঝে দাঁড়িয়ে ভ্যানটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু হেলপার চালককে গাড়িটি দ্রুত চালিয়ে ছাত্রদের এড়িয়ে যেতে নির্দেশ দেয়।

 

ছাত্ররা ভ্যানটিকে চারদিক থেকে ঘিরে ফেললে অবশেষে গাড়িটি থামে। তল্লাশি চালানোর পর হেলপারের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ এসে সোহাগকে আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

 

এ ঘটনায় স্থানীয় মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ