আ.লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদেক
আপলোড সময় :
০২-০৮-২০২৫ ০৭:৪৮:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৮-২০২৫ ০৭:৪৮:০৪ পূর্বাহ্ন
সম্প্রতি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে।
ঢাকা সেনানিবাসে বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা জানান, মেজর সাদেক সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অনুযায়ী, মেজর সাদেক রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের প্রশিক্ষণ দিয়েছেন। ৮ জুলাই, ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ নেতাকর্মী প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণের জন্য দুদিন আগে প্রশিক্ষণার্থীদের টোকেন সরবরাহ করা হয়েছিল।
মেজর সাদেক বর্তমানে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, তার স্ত্রী সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমাইয়া জাফরিনও তাঁর সহযোগী হিসেবে কাজ করেছেন।
সাদেক ও সুমাইয়া তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকা অবস্থায়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স