ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৩৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৩৭:৩১ অপরাহ্ন
স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব ছবি: সংগৃহীত

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “সরকার সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।”

 

শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডের বাসভবনে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

শফিকুল আলম বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য) চুক্তি। অনেক কিছু জানলেও এখন প্রকাশ করা সম্ভব নয়। তবে নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা।”

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশী পণ্যের ওপর পাল্টা শুল্কহার কমানোর সিদ্ধান্ত প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “২০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র অন্য কোনো অতিরিক্ত শর্ত দেয়নি। সরকার বিষয়গুলো সহজীকরণের চেষ্টা করছে, যাতে রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতা বজায় থাকে।”

 

তিনি আরও বলেন, “প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক এখন অনেকটাই কাছাকাছি, ফলে বাণিজ্যিকভাবে আমরা পিছিয়ে পড়ছি না বরং ঝুঁকি কমছে।”

 

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ