ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:০৩:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:০৩:২৮ পূর্বাহ্ন
এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি সমাপ্ত হয়। এর আগে দলটি সারাদেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ঝড়-বৃষ্টি-রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপালে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বুধবার রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসেছে।

তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রা অংশ নেওয়া নেতারা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির ঢাকা মহানগরের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ