এখন কি রক্ষীবাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে : উমামা ফাতেমা
আপলোড সময় :
২৯-০৭-২০২৫ ০১:২৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৭-২০২৫ ০১:২৮:২৬ অপরাহ্ন
এখন কি রক্ষীবাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে— এমন প্রশ্ন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।তিনি বলেন, ‘গত ৫ আগস্ট আমরা বিশাল র্যালি করলাম, গণভবনে গেলাম। পরের দিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে একেকজন একেক জায়গায় গিয়ে দখল করছে। তখন আমি অবাক হয়ে যাই।
যেখানে গতকাল পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে, দখল করছে।’
তিনি বলেন, ‘১৯৭১ সালের বিভিন্ন বই যেমন খোয়ারি বইয়ে দেখেছি, আওয়ামী লীগের রক্ষীবাহিনী ছিল, তারা গিয়ে বিভিন্ন জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে, এখন কি রক্ষীবাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি। আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করছে এরা।
কিভাবে আমরা জুলাই-আগস্টের আন্দোলনটা পার করছি, সেটা ভাবলে আমার এখনো অবাক লাগে। আমার মাথায় একবারও আসেনি যে এটা দিয়ে টাকা-পয়সাও ইনকাম করা যায়। কিন্তু এটা দিয়ে লোকজন আসলে নানা কিছু করছে। টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, ডিসি নিয়োগ করছে।
জুলাই-আগস্ট একটা মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই এটি হয়ে আসছে।’
‘অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি। আমি এতটুকু বলতে পারি, আমি যথেষ্ট ভালো আছি। আমি ওয়েল অব ফ্যামিলি থেকে বিলং করি।
জীবনে এত খারাপ অবস্থা আসেনি। আমার স্কলারশিপের জন্যও এসবের দরকার নেই। আল্লাহ আমাকে ভালো সিজিপিএ দিয়েছে, আমি ভালো সাবজেক্টেও পড়ছি। যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আই ক্যান গেট ইট বাই মাইসেলফ। আমার ওই ক্যাপাবিলিটি আছে, ওই ক্যাপাসিটি আছে। আর ফরচুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে। আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান বিং হিসেবে দেখে এবং চায় আমি দেশের জন্য বেটার কিছু করি।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স