ব্রাজিল ও সান্তোস যুবদলের কোচ এখন বসুন্ধরা কিংসে
আপলোড সময় :
২৯-০৭-২০২৫ ০১:২৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৭-২০২৫ ০১:২৩:৪৯ অপরাহ্ন
লিগ শিরোপা পুনরুদ্ধার ও এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই নতুন কোচ এনেছে বসুন্ধরা কিংস। ব্রাজিলের অভিজ্ঞ ও হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে চূড়ান্ত করেছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি।
এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল নিবন্ধনের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যেই এএফসি পোর্টালে কোচ হিসেবে ফারিয়াসের নাম পাঠিয়েছে কিংস।
সার্জিও ফারিয়াসের আগমনের পাশাপাশি বিদেশি লিগের খেলোয়াড় নিয়েও পরিবর্তন এনেছে কিংস। ফরোয়ার্ড কিউবা মিচেলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করেছে তারা। ক্লাব সভাপতি জানিয়েছেন, ‘মিচেল কিংসের হয়ে খেলবে। তিন-চার দিনের মধ্যেই সে ঢাকায় আসছে।’
ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে থাকলেও নিয়মিত খেলার সুযোগ না পাওয়া মিচেল এবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় খেলবেন।
২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে টানা পাঁচ বছর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অধীনে খেলে কিংস। তার বিদায়ের পর রোমানিয়ার ভ্যালেরি তিতে দায়িত্ব নেন। যদিও তার অধীনে কিংস ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগে প্রত্যাশা পূরণ হয়নি।
ফলে কোচিং প্যানেলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। কয়েক মাস ধরে বিভিন্ন দেশের কোচের সঙ্গে যোগাযোগের পর অবশেষে ফারিয়াসের ওপর আস্থা রেখেছে কিংস।
সার্জিও ফারিয়াসের কোচিং ক্যারিয়ার বেশ বর্ণিল। কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি।
ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলেও কোচিং করিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের যুবদলও তার কোচিংয়ে গড়া।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স