ইংলিশ লিগ খেলা কিউবা মিচেল নাম লেখালেন বসুন্ধরা কিংসে
আপলোড সময় :
২৯-০৭-২০২৫ ০১:২০:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৭-২০২৫ ০১:২০:২৩ অপরাহ্ন
ইংল্যান্ডে খেলা কিউবা মিচেল এবার যোগ দিলেন বসুন্ধরা কিংসে। সান্ডারল্যান্ডে খেলা এই ফুটবলার আগামী মৌসুমে কিংসের হয়ে মাঠ মাতাবেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবলে নতুন জোয়ারের শুরু হয়েছে। হামজার এই পদক্ষেপের পরই লাল-সবুজের জার্সি গায়ে আরো কিছু নতুন মুখ উঠে এসেছে। ইতালির লিগে খেলা ফাহমেদুল ইসলাম এবং কানাডার লিগে খেলা শমিত সোম ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে খেলেছেন।
এই সময়েই গুঞ্জন শুরু হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় কিউবা মিচেলকে নিয়ে। তাকে দলে নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাজ শুরু করে। গত মাসের শুরুতে মিচেল বাংলাদেশি পাসপোর্টও পেয়ে যান। তবে কিউবা মিচেলকে দিয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। ২৮ জুলাই এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য নিবন্ধনের শেষ দিনে বসুন্ধরা কিংস কিউবা মিচেলকে নিজেদের খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করে।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেন,‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় আসবে আশা করি।’ তিনি আরও বলেন,‘মিচেল পুরোপুরি কিংসের খেলোয়াড়, তাকে ধারে আনা হয়নি।’
ইউরোপের ক্লাবগুলো সাধারণত বয়সভিত্তিক দলে খেলা ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে এবং এই ধরনের খেলোয়াড়দের আনার জন্য বেশ বড় অঙ্কের রিলিজ ক্লজ গুণতে হয়। তবে কিউবা মিচেলের জন্য বসুন্ধরা কিংস কত টাকা ব্যয় করেছে তা এখনও জানা যায় নি।
এদিকে, কিউবা মিচেল আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। দ্রুতই অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হবে, তবে ঢাকায় এসে মিচেল সবার আগে কিংসের ক্যাম্পে যোগ দেবেন। কারণ, ১২ আগস্ট শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ, যেখানে বসুন্ধরা কিংস এবং আবাহনীর ফুটবলাররা নিজেদের ক্লাবের হয়ে অংশগ্রহণ করবেন। এরপর তারা অনূর্ধ্ব-২৩ দলে যোগদান করবেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স