ইও বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট সোহানা রউফ চৌধুরী
আপলোড সময় :
২৯-০৭-২০২৫ ০১:১৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৭-২০২৫ ০১:১৯:৪৬ অপরাহ্ন
সোহানা রউফ চৌধুরীকে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইও একটি বৈশ্বিক উদ্যোক্তা সংগঠন, যা ৮০টি দেশের প্রায় ২০ হাজার উদ্যোক্তাকে পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করে।
সোহানা রউফ চৌধুরী বর্তমানে র্যাংস মোটরস লিমিটেড এবং র্যাংকস কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের বাণিজ্যিক যানবাহন ও নির্মাণ খাতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।
তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পগোষ্ঠী র্যাংস গ্রুপের পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
করপোরেট অঙ্গনে তার অবদানের বাইরেও সোহানা একজন সফল উদ্যোক্তা। তিনি বিলাসবহুল গহনার ব্র্যান্ড অ্যামিশের প্রতিষ্ঠাতা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স