মাইলস্টোন ট্র্যাজেডি: ঝরে গেল আরও এক ফুল
আপলোড সময় :
২৫-০৭-২০২৫ ০৫:৪৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৫ ০৫:৪৭:১৫ অপরাহ্ন
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত সে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এদিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও শিক্ষার্থী মারা গেছে। এনিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো।
মৃত মাকিনের বাবা মো. মহসিন বলেন, আমার ছেলে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত। আমাদের বাসা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায়। সেখান থেকেই নিয়মিত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে ছোট সে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স