ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ ‘হাস্যকর’

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ১২:০৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ১২:০৬:৩৯ অপরাহ্ন
শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ ‘হাস্যকর’ ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম যুক্তরাষ্ট্রের ইন্ধনে শেখ হাসিনার পদত্যাগের অভিযোগকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

 

সারজিস আলম জানান, শেখ হাসিনার পদত্যাগ একটি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া, যা জনগণের ইচ্ছার প্রতিফলন। এ ধরনের অভিযোগ আনার মাধ্যমে কেবলমাত্র জনগণের মনোযোগ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি লেখেন, "একটি গণতান্ত্রিক দেশের নেতৃত্ব পরিবর্তন জনগণের ইচ্ছায় হয়, বাইরের কোনো শক্তির ইন্ধনে নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশের ওপর এমন অভিযোগ আনা সত্যিই হাস্যকর এবং রাজনৈতিকভাবে অপ্রয়োজনীয়।"

 

সারজিস আরও বলেন, "এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসল সমস্যাগুলো আড়াল করা যাবে না। আমাদের উচিত জনগণের আকাঙ্ক্ষা ও দাবির প্রতি সম্মান দেখানো, যা শেখ হাসিনার পদত্যাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"

 

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে চলে যাওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিছু মহল থেকে অভিযোগ করা হয়েছে যে, এর পেছনে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে। তবে সারজিস আলম এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রপাগান্ডামূলক হিসেবে প্রত্যাখ্যান করেছেন।

 

সারজিস আলম আরও বলেন, "আমাদের দেশের সমস্যাগুলোকে সমাধান করার জন্য নিজেদের মধ্যেই সমাধানের পথ খুঁজতে হবে, বাইরের শক্তির ওপর নির্ভরশীল হয়ে নয়। এছাড়া, তিনি দেশীয় সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ