ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৫:৪৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৫:৪৮:০১ অপরাহ্ন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রায় ১৫০ জন আহত হন, যাদের মধ্যে ৫০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে প্রেস সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়—
নিহতদের মধ্যে:

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ১৫ জনের

  • সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) - ১৫ জন

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন

  • লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন (অজ্ঞাত)

  • ইউনাইটেড হাসপাতালে ১ জন

 

প্রেস সচিব সুচিস্মিতা তিথির বরাতে আরও জানা যায়, সর্বশেষ শুক্রবার দুপুর ১টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাকিন নামের এক শিক্ষার্থী, যিনি গাজীপুর সদর থানার কোনাপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

 

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন:

  • ৪০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে

  • ৮ জন সিএমএইচে

  • ১ জন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

  • ১ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে


গত ২১ জুলাই সকাল, ক্লাস চলাকালীন সময়েই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ অনেকেই হতাহত হন।

দুর্ঘটনার ভয়াবহতায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থা।

 

 


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ