ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আল জাজিরার তথ্যচিত্রে শেখ হাসিনা-ইনানের গোপন ফোনালাপ ফাঁস

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৫:৩৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৫:৩৮:৫৩ অপরাহ্ন
আল জাজিরার তথ্যচিত্রে শেখ হাসিনা-ইনানের গোপন ফোনালাপ ফাঁস ছবি: সংগৃহীত

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ করেছে, যাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) তৎকালীন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর মধ্যে হওয়া একটি গোপন ফোনালাপ প্রকাশ পায়।


তথ্যচিত্রটির নাম জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা”, যা ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৫০ মিনিটের এই ডকুমেন্টারির ৬ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৭ মিনিট ৪৪ সেকেন্ডের মধ্যে আলোচিত ফোনালাপটি সম্প্রচার করা হয়।



আল জাজিরা দাবি করেছে, ২০২৪ সালের ১৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেখ হাসিনা ইনানের সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রসঙ্গে বলেন, “দক্ষিণে-উত্তরে বলে দিয়েছি, যেখানে যা দরকার তাই করতে।” ইনান তখন জানান, “আমাদের নেতাকর্মীরা মাঠেই ছিল, আপনার নির্দেশনা পাইয়াই সবাই নাইমা গেছে।”

 

এর আগে, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে পুলিশ ও ছাত্রলীগ একযোগে অভিযানে অংশ নেয়। আল জাজিরার মতে, এই ঘটনার দুই দিন পরই উক্ত ফোনালাপ হয় এবং সেটি শেখ হাসিনার নিজস্ব নজরদারি সংস্থা এনটিএমসি (NTMC) দ্বারা রেকর্ড করা হয়।



আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (I-Unit) অডিওটি ফরেনসিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠায় এবং প্রমাণ করে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর নয়, বরং অরিজিনাল ভয়েস রেকর্ডিং



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বিক্ষোভে প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং ২০,০০০ এর বেশি আহত হয়। শেখ হাসিনা অবশেষে ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং বর্তমানে ভারতেই অবস্থান করছেন বলে দাবি আল জাজিরার।


তথ্যচিত্রটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক গোপন অধ্যায় উন্মোচনে সহায়ক হতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।
 


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ