ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

সুশান্তকে স্মরণ করে কেঁদে ফেললেন সানজানা

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:২২:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:২২:০২ পূর্বাহ্ন
সুশান্তকে স্মরণ করে কেঁদে ফেললেন সানজানা
বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের বছরপূর্তিতে ফের কেঁপে উঠল অনুরাগীদের হৃদয়। ঠিক যেমন কেঁপে উঠেছেন তাঁর ‘দিল বেচারা’ সিনেমার সহঅভিনেত্রী সঞ্জনা সাংঘি। নিজের হৃদয়ের গভীর থেকে এক আবেগমথিত শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন সুশান্তকে।

“তুমি চিরকালই আমার ম্যানি”—এই একটি বাক্যে যেন ধরা পড়ে গেল সবটুকু ভালোবাসা, শূন্যতা আর অপরিসীম কৃতজ্ঞতা। ‘দিল বেচারা’ সিনেমায় ম্যানি চরিত্রে সুশান্ত যেমন দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছেন, ঠিক তেমনি সঞ্জনার জীবনেও এই বন্ধুত্ব হয়ে উঠেছে চিরন্তন।

স্মৃতিচারণ করতে গিয়ে সঞ্জনা বলেন, ‘সুশান্তের সেটে থাকা মানেই ছিল একরাশ প্রাণ, প্রশ্ন আর জানার অদম্য আগ্রহ। প্রতিটি দৃশ্যে, প্রতিটি সংলাপে তিনি শিল্পকে বেঁধে রাখতেন হৃদয়ে।’

শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ছিল অসাধারণ। একসঙ্গে সময় কাটানো, গল্প করা আর সুশান্তের জীবনের প্রতি আগ্রহভরা দৃষ্টিভঙ্গি—এসব আজও সঞ্জনাকে ভাবায়।

বলিউডে সুশান্তের শেষ সিনেমা ছিল ‘দিল বেচারা’। তাই তাঁর প্রতিটি দৃশ্য যেন বিদায়ের এক অদৃশ্য স্পর্শ। সঞ্জনা জানান, “তাঁর জ্ঞানপিপাসা, সাহস আর শিল্পচেতনা আজও আমার জীবনের দিশার মতো কাজ করে।”

সঞ্জনার এই পোস্টে স্পষ্ট, সুশান্তের মৃত্যু কেবল সিনেমার এক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং কোটি ভক্তের হৃদয়ে এক স্থায়ী শূন্যতার জন্ম। তাঁর অনুপস্থিতিও যেন আজও ঘুরে বেড়ায় প্রতিটি দৃশ্যে, প্রতিটি স্মরণে।

সঞ্জনার স্মরণে সুশান্ত যেন ফিরে এলেন, হাসিমুখে, জ্ঞানভারে গম্ভীর, আর ভালোবাসায় আবদ্ধ—চিরকালই ‘ম্যানি’।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ