ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত
আপলোড সময় :
২৫-০৭-২০২৫ ১০:৫৬:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৫ ১০:৫৬:২৭ পূর্বাহ্ন
ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়ার জেলায় সরকারি এক স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনেরও বেশি শিশু আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) পিপলোদি নামক প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে অভিযান চলছে।
ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার পিটিআইকে জানিয়েছেন, দশটি শিশুকে উদ্ধারের পর ঝালাওয়ারের হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।
পুলিশ আরও জানিয়েছে, শিক্ষক ও গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করা হচ্ছে। হতাহত আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স