বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন। সারজিস আলম জানান, বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস ও এর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত।
তিনি লেখেন, "বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কতটা কঠিন তা কেবল সফল প্রার্থীরাই জানেন। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্ন কিনেছে, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। তবে যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে, তাদের সাথে এই অন্যায় কখনও যৌক্তিক হতে পারে না।"
সারজিস আরও বলেন, "পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করছি, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিন। তবে ১০ হাজারের বেশি নিরপরাধ শিক্ষার্থীর জীবন থেকে এক বছর নষ্ট করার অধিকার আপনাদের নেই।"
প্রসঙ্গত, ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নেন। পরে ৯ মে ফল প্রকাশিত হয়, যেখানে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। তবে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরির পরীক্ষাগুলিতে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, যার সাথে পিএসসির বিভিন্ন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।
সারজিস আলম দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে প্রশ্নফাঁসকারী চক্রের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যেন মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যত সুরক্ষিত থাকে।