ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

সাজেকে পাহাড় ধসে যানচলাচল বন্ধ, আটকা ৪ শতাধিক পর্যটক

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৬:১৬:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৬:১৬:৫০ অপরাহ্ন
সাজেকে পাহাড় ধসে যানচলাচল বন্ধ, আটকা ৪ শতাধিক পর্যটক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনায় সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছে দেশের নানাপ্রান্ত থেকে ভ্রমণে আসা প্রায় ৪ শতাধিক পর্যটক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৩ জুলাই) রাতে হঠাৎ ভারী বর্ষণ হওয়ার কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

তিনি বলেন, ইতিমধ্যে মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করতে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে এবং নন্দরাম এলাকায় ধসে পরা মাটির পরিমান বেশি হওয়ায় সেগুলো সরানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভেকু পাঠানো হচ্ছে। সড়কের মাটি সরানো হলেই সড়ক যোগাযোগ সচল হবে এবং যানচলাচল বন্ধ থাকায় সাজেকে ৪২৫ জন পর্যটক আকটা পড়েছে বলেও জানান তিনি। 

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাজেক সড়কের ৩ টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সড়কের উপর  বড় বড় পাথর ও গাছপালা পড়ে আছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডুজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ