ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শহীদদের স্মরণে শিক্ষার্থীদের ‘রোডমার্চ’ ও মোমবাতি প্রজ্জ্বলন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ১১:৩২:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ১১:৩২:১৭ পূর্বাহ্ন
শহীদদের স্মরণে শিক্ষার্থীদের ‘রোডমার্চ’ ও মোমবাতি প্রজ্জ্বলন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শাহবাগে অবস্থান কর্মসূচি, শহীদদের স্মরণে রোডমার্চ, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার আয়োজন করা হয়েছে। শাহবাগ থেকে রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রাটি অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সারাদেশের যেসব স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদরা আত্মত্যাগ করেছেন, সেখানে রোডমার্চ কর্মসূচি পালিত হবে। এছাড়া, শাহবাগে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৪টায় নিরবতা পালন, শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবির মধ্যে রয়েছে:

১. ফ্যাসিস্ট সরকার ও দলের অধীনে চালানো হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

২. সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার এবং তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া।

৩. প্রশাসন ও বিচার বিভাগে বৈষম্যকে বৈধতা দেওয়া ব্যক্তিদের অপসারণ এবং বিচার নিশ্চিত করা।

৪. বৈষম্যের শিকারদের জন্য সমতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিত করা।

 

এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নেতারা শহীদদের স্মরণ করে তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।

 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ