ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

জুলাই মাস আমাদের জাতীয় জীবনে অশান্তি ডেকে এনেছে : রনি

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:২২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:২২:২৭ পূর্বাহ্ন
জুলাই মাস আমাদের জাতীয় জীবনে অশান্তি ডেকে এনেছে : রনি
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ২০২৫ সালের জুলাই মাস আমাদের জাতীয় জীবনে অশান্তি ডেকে নিয়ে এসেছে। সেই অশান্তির ভিত্তিমূল হলো গত ১১ মাসের বর্তমান যে সরকার তাদের শাসনের দুর্বলতা। রয়েছে নানা রকম ছলচাতুরী, একটার পর একটা ভুল সিদ্ধান্ত। একটার সঙ্গে অন্যটার প্যাঁচ লাগিয়ে পুরো রাজনীতিকে জটিল করে তুলে ক্ষমতাকে তারা প্রলম্বিত করবে, এইরকম একটি জনরোষ চারিদিকে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত জুলাই এবং আগস্ট সারা বাংলাদেশে তাণ্ডব চলেছে। সে তাণ্ডবের একটি অংশ ছিল— জুলাই মাসে শেখ হাসিনার বিরুদ্ধে, ১৫ বছরের তার রেজিমের বিরুদ্ধে। সেখানে যা কিছু ঘটেছে সবকিছুর মূলে একটা আশা ছিল যে আমরা রাজপথে আছি। শেখ হাসিনার পতন হবে।

এই বাংলাদেশ মুক্ত হবে। একটা সময় আমরা গণতন্ত্র এবং আমাদের যে ১৫ বছরের দুঃশাসনের ফলে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলো আমরা ফিরে পাবো।

একটা মানুষ আশা নিয়ে বাঁচতে পারে উল্লেখ করে গোলাম মাওলা বলেন, সে যত বিপদের মধ্যেই থাকুক না কেন তার মধ্যে যদি আশা থাকে যে আগামীকাল একটা সুন্দর সকাল হবে, তারপর আর কোনো সমস্যা থাকবে না, তখন মানুষ শত সহস্র কষ্টের মধ্যেও জীবিত থাকতে পারে। কিন্তু সমস্ত বিত্ত-বিলাস সুখ স্বাচ্ছন্দ্যে রেখে যদি মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয়, আগামীকাল ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই সুখ স্বপ্ন এটা শেষ হয়ে যাবে— তখন মানুষ যে অবস্থায় থাকুক না কেন; ধন সম্পদ, অর্থ-বিত্ত, পরিবার-পরিজন সবকিছুই হারাম হয়ে যায়।

রনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসটি আমাদের জন্য স্বপ্ন ছিল। আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের সবার একটা লড়াই করার অমিত বিক্রম ছিল। বাংলাদেশের সবচেয়ে ভীরু মানুষটি যে বাড়িতে মুরগি জবাই হলে সেটা সহ্য করতে পারতেন না, তিনিও ২০২৪ সালের জুলাই মাসে রাস্তায় নেমে এসেছেন। অনেকে রক্ত দিয়েছেন, অনেকে রক্তাক্ত লাশের পাশে বীর বিক্রমে দাঁড়িয়ে থেকেছেন।

রনি আরো বলেন, মানুষের মুক্তির যে স্বাদ ছিল, আকাঙ্ক্ষা ছিল; গত ১১ মাসে সেই জায়গাগুলো ধ্বংস হতে হতে এই যে ২০২৫ সালের জুলাই মাস, সেই জুলাই মাসে আমাদের সারা বাংলাদেশে একটার পর একটা অঘটন ঘটছে।

এই অঘটনের পিছনে রয়েছে রাজনৈতিক অপরিপক্বতা, সরকার পরিচালনার ব্যর্থতা, বিচারহীনতা, মব সন্ত্রাস, জোর জুলুম জবরদস্তি, চাঁদাবাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ