ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

স্বাস্থ্য উপদেষ্টা কোনো বিষয়ে দক্ষ নন: হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৩:২৫ অপরাহ্ন
স্বাস্থ্য উপদেষ্টা কোনো বিষয়ে দক্ষ নন: হাসনাত আবদুল্লাহ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমি অনেক আগেই বলেছি—এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো দরকার নেই। তিনি কিছুই করছেন না। তার নেওয়া বেতন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা হারাম আয়।

আজ বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই উপদেষ্টা কোনো বিষয়ে দক্ষ নন—স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা কিংবা নীতিনির্ধারণ—কোনোটাই তিনি বোঝেন না। তিনি কেবল ড. ইউনূসের ঘনিষ্ঠ বলেই এখানে এসেছেন। তার একমাত্র পরিচয়—তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন। সেটাই তার যোগ্যতা।

তিনি বলেন, সরকারের দেওয়া গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, অথচ নিজের চিকিৎসার জন্য তিনি যান সিঙ্গাপুরে। আমরা বিষয়টি তুললে তিনি রেগে যান, এমনকি আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।

স্বাস্থ্য উপদেষ্টার প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এই পদে থেকে জনগণের অর্থ নেওয়া অনুচিত। তার উচিত হবে সেই অর্থ ফিরিয়ে দিয়ে অবিলম্বে পদত্যাগ করা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ