ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

হাইকোর্টের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১০:২৮:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১০:২৮:৫৭ পূর্বাহ্ন
হাইকোর্টের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদমফোয়ারা মোড়ে ঘটনাটি ঘটে। পরে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষনা করেন। 

মোটরসাইকেলের পিছনে থাকা বন্ধু মো. আল-আমিন জানান, সেন্টুর বাসা চকবাজার ইসলামবাগ ঈদগা মাঠ এলাকায়। তার বাবার নাম আলাউদ্দিন খালাসী। এলাকায় সেন্টুর প্লাস্টিকের ব্যবসা আছে। গতরাতে মোটরসাইকেল যোগে দুজন কাকরাইল গিয়েছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিল সেন্টু। 

তিনি আরও জানান, কাকরাইল থেকে ইসলামবাগের বাসায় ফেরার সময় কদমফোয়ারার সামনে মোড়ে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন দুই দিকে ছিটকে পরে। ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে চলে যায়। পরে সেন্টুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান,  মৃতদেহটি  ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ