ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:০৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:০৩:১০ অপরাহ্ন
আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এই হৃদয়বিদারক ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার জন্য প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি দেশের চিকিৎসক সমাজকে মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এর মধ্যে ২৯ জনই শিশু শিক্ষার্থী। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক—বিমানটির পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী।

আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৭৮ জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৮ জন এবং অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন আরও বেশ কয়েকজন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সোমবার রাতে আরও ৮ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা একলাফে বেড়ে যায়। মৃতদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্তের প্রক্রিয়া চলছে।

সিএমএইচে পাইলট তৌকির ইসলামের মরদেহ রাখা হয়েছে, আর ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনাইটেড, ঢাকা মেডিকেল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকেও একাধিক মরদেহ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ