ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:১০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:১০:৫৯ অপরাহ্ন
পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি
ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্যগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, গত মার্চে হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৪ বছর বয়সী ধনখড়। এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল। খবর এনডিটিভির।

২০২২ সালের ৭ আগস্ট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসেবে তিনি ভারতের ১৪তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেন।

ধনখড়ের পূর্বসূরি ছিলেন এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেও ছিলেন। ধনখড়ের আকস্মিক পদত্যাগে নতুন উপ-রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

এ প্রসঙ্গে বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা জানান, এটি এখনো প্রক্রিয়াধীন। তবে দল এমন কাউকে মনোনয়ন দেবে, যিনি দৃঢ়চেতা এবং অনাবশ্যক বিতর্কের বাইরে থাকবেন।

এদিকে, জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ ও রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ নারায়ণ সিংকে সম্ভাব্য পরবর্তী উপ-রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সাল থেকে তিনি উপ-সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সরকারেরও আস্থাভাজন হিসেবে পরিচিত।

উপ-রাষ্ট্রপতি হিসেবে ধনখড়ের প্রায় তিন বছরের মেয়াদে রাজ্যসভায় বিরোধী দলের সঙ্গে একাধিকবার মতবিরোধ দেখা গেলেও, বিতর্কিত ইস্যুগুলোতে তার অবস্থান সরকারকে খুব একটা চাপে ফেলেনি।

তবে তার হঠাৎ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে। পদত্যাগপত্রে ধনখড় লিখেছেন, “স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করতে আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী ভারতের উপ-রাষ্ট্রপতি পদ থেকে তাৎক্ষণিকভাবে সরে দাঁড়াচ্ছি।”

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ