ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৬:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৬:০৮ পূর্বাহ্ন
বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দুর্ঘটনায় আহত ৭৮ জনকে উদ্ধার করে রাজধানীর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সরকারের সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, দগ্ধ আরও সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফলে দুর্ঘটনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। মৃতদের মধ্যে ছয়জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে শনাক্ত হওয়া ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের বেশিরভাগই শিক্ষার্থী এবং ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ